ইসরাইলি হামলা থেকে যেভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা

التعليقات · 3 الآراء

মোবাইল ফোন এক জায়গায় রেখে আরেক জায়গায় নামাজ পড়ার কারণেই কাতারে ইসরাইলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নে??

মোবাইল ফোন এক জায়গায় রেখে আরেক জায়গায় নামাজ পড়ার কারণেই কাতারে ইসরাইলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা— এমনই দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জিউস ক্রনিকালস এ তথ্য জানায়।

 

Advertisement

 

প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরাইল। তবে হামাস নেতারা ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই প্রাণে বেঁচে যান।

 

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর বিমান চালায় ইসরাইল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা।

 

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। তবে এতে ছয় জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজনই ফিলিস্তিনি ছিলেন।

التعليقات