মোদির সফরের আগে মণিপুরে বিজেপির বড় ধাক্কা

Comentarios · 10 Puntos de vista

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের দু’দিন আগে বড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যটির উখরুল জেলার ফু??

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের দু’দিন আগে বড় ধাক্কা খেল বিজেপি। রাজ্যটির উখরুল জেলার ফুংইয়ার বিধানসভা আসন থেকে একযোগে পদত্যাগ করেছেন ৪৩ জন নেতা। দলের মণ্ডল সভাপতি, নারী, যুব ও কিষাণ মোর্চার সভাপতি, বুথ স্তরের বহু কর্মী—সবাই একসঙ্গে দল ছেড়েছেন।

 

তাদের অভিযোগ, দলে গ্রামীণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয় না। যোগাযোগ ও সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। তাদের কথায়, তারা সবসময় দলের প্রতি আনুগত্য রেখেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। তাই জনগণের জন্য আলাদা পথে কাজ করতে চান।

 

এই গণ ইস্তফা এমন এক সময়ে ঘটল, যখন প্রধানমন্ত্রী প্রথমবার মণিপুর সফরে যাচ্ছেন জাতিগত সহিংসতার পর। উন্নয়ন প্রকল্পে সাড়ে আট হাজার কোটি টাকার ঘোষণা আসতে চলেছে। চূড়াচাঁদপুর ও ইম্ফল থেকে তিনি নানা প্রকল্প উদ্বোধন করবেন। কিন্তু তার আগেই ভাঙন দলে অস্বস্তি তৈরি করেছে।

 

রাজ্যের বিজেপি নেতৃত্ব অবশ্য বিষয়টিকে ছোট করে দেখাতে চাইছে। তাদের দাবি, ইস্তফা দেওয়া ব্যক্তিরা আগেই দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দলের সহসভাপতি আওং শিমরাই হোপিংসন বলেন, এটি কয়েকজনের ব্যক্তিগত হতাশা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। প্রচারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রাজনৈতিক মহলের মতে, এ ঘটনা বিজেপির ভবিষ্যৎ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ, নাগা অধ্যুষিত অঞ্চলে বিজেপির ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। মণিপুরের অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রামীণ নেতাদের ক্ষোভ দলের জন্য বড় সংকেত। শুধু উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেই কি আস্থা ফেরানো যাবে? জনগণের মনে এই প্রশ্নই এখন সবচেয়ে বড়।

Comentarios