ইয়েমেনে ইসরাইলের বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা কমপক্ষে ১৬৫ জন। ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।
Advertisement
এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের রাজধানী সানায় বুধবার ইসরাইল এ হামলা চালায়। গাজা যুদ্ধ থেকে ছড়িয়ে পড়া সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবে ইসরাইল ও হুথিরা এ ধরণের হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
এর আগে গত ৩০ আগস্ট সানায় এক হামলায় হুথি-নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন। সেটিই ছিল হুথি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে প্রথম হামলা।