এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন

Kommentarer · 6 Visninger

ইসরাইলমুখী অস্ত্র ও সামরিক মানের জ্বালানি বহনকারী জাহাজ ও বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। আর এতেই জ্বল?

এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে উদ্দেশ করে ‘গণহত্যামূলক হুমকি’ দেওয়ার অভিযোগে করা মন্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে মাদ্রিদে নিযুক্ত ইসরাইলি চার্জ দ্য অ্যাফেয়ার্স দানা এর্লিশকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আলবারেস এর্লিশকে তলব করে ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রচারিত মিথ্যা ও মানহানিকর বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।’

 

এর আগে বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে নেতানিয়াহুর কার্যালয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে ‘গণহত্যামূলক হুমকি’ দেওয়ার অভিযোগ তোলে। সানচেজ সোমবার ইসরাইলমুখী অস্ত্র ও জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছিলেন।

Kommentarer