বাংলাদেশ-শ্রীলঙ্কা: চেনা শত্রুর লড়াইয়ে কেমন হবে একাদশ

Комментарии · 3 Просмотры

বিতর্কের মঞ্চে একই প্রশ্নে দুই রকম উত্তরই শুধু হয়না, যুক্তিও থাকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে, শ্রীলঙ্কায় টি-?

লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা গলা নামিয়ে কথা বলেননি। ঘরের মাঠে সিরিজ হারের স্মৃতি মাড়িয়ে মনে করিয়ে দিয়েছেন এশিয়া কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন তারা, ‘আমরা এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সেটাও আবার এই সংযুক্ত আরব আমিরাতে। প্রায় একই দল নিয়ে আমরা খেলতে নামছি। দল এখান থেকে উৎসাহ খুঁজছে।’

 

 

আবু ধাবিতে হংকং-এর বিপক্ষে জিতে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কা খেলবে নিজেদের প্রথম ম্যাচ। আবু ধাবির উইকেট ব্যাটিং বান্ধব হয়। যদিও মিডিয়াম পেসাররা বেশি সহায়তা পান। তানজিম জানিয়ছিলেন, নতুন বলে মুভমেন্ট ও স্কিড পাচ্ছিলেন তিনি। পুরনো হলে বল করা কিছুটা কঠিন। আশালঙ্কাও জানিয়েছেন, আমিরাতের সবচেয়ে ব্যাটিং বান্ধব উইকেট আবু ধাবিতে। বল নরম হলে ব্যাট করে দারুণ মজা পাওয়া যায়।

Комментарии