ভাঙ্গায় কাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ

注释 · 24 意见

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন। ইউনিয়ন দুটি

তিনি জানান, আগামীকাল ভাঙ্গা উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান, ভাঙ্গা পৌরসভার জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক দলের নেতারাসহ উপজেলার সর্বস্তরের সুধীজনকে নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে নতুন কর্মসূচি ঘোষণার পর আগামীকাল রোববার থেকে তা পালন করবেন আন্দোলনকারীরা।

 

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারা যেন দাবি নিয়ে আইনগত প্রক্রিয়ায় ইসির কার্যালয়ে যান। তবে সড়কে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-খুলনা ট্রেন চলাচল ও ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে সন্ধ্যা ৬টার পর অবরোধ তুলে নেওয়ায় ফের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শুক্রবার পবিত্র জুমার দিন এবং শুক্র ও শনিবার দুদিন সরকারি ছুটি থাকায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে রোববার থেকে ২৪ ঘণ্টাব্যাপী অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। আর ফরিদপুর-২ আসনে ছিল নগরকান্দা ও সালথা উপজেলা। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এতে ফুঁসে ওঠেন ভাঙ্গার স্থানীয়রা। দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরে পেতে লাগাতার আন্দোলন ও অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

注释
Dulal Sarker 1 d

Good news