মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন ইসলাম ও মহানবিকে (সা.) কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক

Bình luận · 13 Lượt xem

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক। বিতর্কিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব কট্টর ইসরাইলপন্থি ছিলেন। এছাড়া প্রায়শই ইসলাম ধর্ম এবং মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করতেন তিনি।

 

তার ইসরাইলপন্থি এবং ইসলামবিদ্বেষী বক্তব্যগুলো নিয়ে একটি প্রতিবেদন করেছে মিডল ইস্ট আই নামের মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, কার্ক খ্রিস্টান সভ্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আমেরিকান জীবনধারার সমর্থক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রকে নিয়ে নিজের ভিশন ব্যাখ্যা করার সময় প্রচণ্ড ইসলামবিদ্বেষী ভাষা ব্যবহার করতেন। যেমন একবার কার্ক বলেছিলেন, তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে মুসলিমদের আজানের ধ্বনি শুনুক।

 

কার্ক বলেন, ‘আধ্যাত্মিক লড়াই পশ্চিমে আসছে। আমাদের আমেরিকান জীবনধারাকে চ্যালেঞ্জ জানাতে ওয়োক-বাদ বা মার্ক্সবাদ ইসলামের সঙ্গে মিলিত হচ্ছে।’

Bình luận