সালমান খানের পর দিশা পাটানির বাড়িতে হামলা

التعليقات · 26 الآراء

সালমান খানের পর দিশা পাটানির বাড়িতে হামলা

বলিউডের বড় দুই তারকার বাড়িতে গুলির ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভারতে। সালমান খানের বাড়ির পর এবার গুলি ছোড়া হয়েছে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে। গতকাল ভোর ৩টার দিকে বরেলীর ওই এলাকায় মোটরবাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছুড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এ ঘটনার দায় স্বীকার করেছে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই নামের এক গ্যাং। তারা জানিয়েছে, দিশার বাড়িতে গুলি চালানোর কারণ হলো ‘হিন্দু ধর্মকে অপমান করার খেসারত’।

التعليقات