অমুসলিমদের অনুদান গ্রহণ কি জায়েজ?

Yorumlar · 22 Görüntüler

সাফওয়ান আহমদ, মেলান্দহ, জামালপুর

প্রশ্ন : অমুসলিমদের অনুদান গ্রহণ কি জায়েজ?

উত্তর : অমুসলিমদের অনুদান বা

সাফওয়ান আহমদ, মেলান্দহ, জামালপুর

 

প্রশ্ন : অমুসলিমদের অনুদান গ্রহণ কি জায়েজ?

 

উত্তর : অমুসলিমদের অনুদান বা উপহার গ্রহণ করা মৌলিকভাবে বৈধ। নবীজি অমুসলিমদের দেওয়া উপহার গ্রহণ করেছেন। আলি ইবনে আবু তালেব (রা.) বলেন, দুমাতুল জান্দাল-এর শাসক উকাইদির নবীজিকে একটা রেশমি বস্ত্র উপহার দেন। তিনি তা আলি (রা.)কে দিয়ে বলেন, তুমি এটা কেটে ফাতেমাদেরকে ওড়না বানিয়ে দাও [সহিহ মুসলিম : ২০৭১]।

 

তবে যদি অনুদান বা উপহারের মাধ্যমে অমুসলিমরা মুসলিমদের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চায় কিংবা তাদের অনুদান গ্রহণ করার মাঝে মুসলিমদের ধর্মীয় ক্ষতি নিহিত থাকে, তবে তাদের অনুদান বা উপহার গ্রহণ করা যাবে না।

Yorumlar