চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য ফাঁস মিশরে হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে ইসরাইল

Комментарии · 10 Просмотры

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোল হামাসের নেতাদের মিশরে হত্যার পরিকল্পনা করছে ইসরাইল। মিশরীয় কর্মকর্তারা সম্প্র?

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোল হামাসের নেতাদের মিশরে হত্যার পরিকল্পনা করছে ইসরাইল। মিশরীয় কর্মকর্তারা সম্প্রতি চাঞ্চল্যকর এই গোয়েন্দা তথ্য জানতে পেরেছেন। সেইসঙ্গে তারা ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন, এমন কোনো হামলা হলে মিশর কঠোর জবাব দেবে।

 

জ্যেষ্ঠ মিশরীয় কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

 

এক উচ্চপদস্থ নিরাপত্তা সূত্র মিডল ইস্ট আইকে জানায়, ‘গোয়েন্দা তথ্য বলছে, ইসরাইল কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে। গত দুই বছরে শহরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় ইসরাইলের এমন একটি হত্যাচেষ্টা ভণ্ডুল করে দিয়েছিল মিশর।’ 

 

গত ৯ সেপ্টেম্বর মার্কিন প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল। এ হামলায় ছয়জন নিহত হন। 

 

ইসরাইলি হামলায় নিহত ওই ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হামাসের সিনিয়র খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।

 

জ্যেষ্ঠ মিশরীয় কর্মকর্তাদের এমন মন্তব্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হামাসকে অন্য দেশে টার্গেটের হুমকির প্রেক্ষিতে এলো। নেতানিয়াহু বলেছিলেন, ‘অন্য দেশেও হামাসকে টার্গেট করবে ইসরাইল’। 

 

নিরাপত্তা সূত্রটি বলেন, ‘মিশরের মাটিতে হামাস নেতাদের জীবনের ওপর যেকোনো হামলা মিশরের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সেটি হবে কার্যত ইসরাইলের যুদ্ধ ঘোষণা, যার জবাব দিতে আমরা এক মুহূর্ত দেরি করব না।’

Комментарии