বেতাগীতে দিনে চুরির শঙ্কা রাতে ডাকাত আতঙ্ক

Kommentare · 14 Ansichten

বেশ কিছুদিন যাবত দিনে চুরির শঙ্কা, আর রাত নামলেই ডাকাত আতঙ্কে সময় পার করছেন বরগুনার বেতাগী উপজেলার সাধারণ মান?

বেশ কিছুদিন যাবত দিনে চুরির শঙ্কা, আর রাত নামলেই ডাকাত আতঙ্কে সময় পার করছেন বরগুনার বেতাগী উপজেলার সাধারণ মানুষ। বসতঘরে চুরির শঙ্কা পৌরশহরে বেশি হলেও, ডাকাত আতঙ্ক উপজেলা জুড়ে। তাই রাতভর পাহারাও দিচ্ছেন বেশ কয়েকটি গ্রামের এলাকাবাসী। শনিবার গভীর রাতে উপজেলার বিবিচিনি ইউনিয়নে হঠাৎ ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে, সঙ্গে সঙ্গে স্থানীয় ফেসবুক ব্যবহারকারীদের একের পর এক লাইভ ও পোস্ট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

 

এ ঘটনায় এলাকাবাসীর পাহারাসহ রাতভর চলে বেতাগী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল অভিযান। লাগাতার এমন শঙ্কার ঘটনায় উপজেলাবাসী পৌরপুলিশ নিয়োগসহ বেতাগী থানা পুলিশের জনবল বৃদ্ধির জোরালো দাবি জানান। এদিকে কড়া নিরাপত্তার ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করছে পুলিশ, এমনটাই বলছেন বেতাগী থানার ওসি।

Kommentare