নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবেন নাটোরবাসী : দুলু

মন্তব্য · 8 ভিউ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ২ মাসের মধ্যে গ্যাস সংযোগ পাবেন নাটোরবাসী। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠিত ‘নাটোরের উন্নয়ন ভাবনা’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, নাটোরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল দরকার। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন না হলে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ে, তেমনি অন্যান্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। 

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমানের পরিচালনায় সেমিনারে বক্তৃতা করেন নাটোরের চারটি সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ-সদস্য পদপ্রার্থী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, বিগত ১৫ বছরে আমরা বহুবার শুনেছি দেশ সিঙ্গাপুর হচ্ছে, আমেরিকা বা মালয়েশিয়া হয়ে যাচ্ছে। ৫ আগস্টের গণ-অভূত্থানে সেগুলো ধসে পড়েছে।

মন্তব্য
অনুসন্ধান করুন