ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত

Mga komento · 12 Mga view

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই সালাউদ্দিন শেখ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই সালাউদ্দিন শেখ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

এর আগে ওই দিন সকালে ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামে ছোট ভাইয়ের বাটির আঘাতে মারাত্মক আহত হন সালাউদ্দিন। তিনি ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত ও তার ছোট ভাই আলাউদ্দিন শেখ পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

Advertisement

 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই ভাই যৌথভাবে একটি বৈদ্যুতিক মিটার ব্যবহার করেন। শুক্রবার সকাল ৯টার দিকে আলাউদ্দিন শেখের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলছিল। বিষয়টি দেখে প্রতিবাদ জানান বড় ভাই সালাউদ্দিন শেখ। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলাউদ্দিন বটি নিয়ে তেড়ে গিয়ে বড় ভাইকে কোপ দেন। কোপটি পেটে লেগে সালাউদ্দিন গুরুতর আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সালাউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

 

এ প্রসঙ্গে তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ালিউর রহমান বলেন, বৈদ্যুতিক বাতি জ্বালানো নিয়ে দুই ভাইয়ের তর্ক-বিতর্ক হয়েছিল। একপর্যায়ে সালাউদ্দিন লাঠি দিয়ে ছোট ভাই আলাউদ্দিনকে আঘাত করেন। এরপর আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাই সালাউদ্দিনকে কোপ দেন। 

 

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ শেখ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Mga komento