সাদাপাথর লুটের মূলহোতা সাহাব উদ্দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

Reacties · 12 Uitzichten

সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডের মূলহোতা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালি?

সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডের মূলহোতা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

 

 

Advertisement

 

রোববার তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

 

 

এর আগে শনিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকালে সাহাব উদ্দিনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

 

 

তদন্তকারীদের দাবি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়।

 

 

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

 

 

এর আগে ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়। সাদাপাথর লুটের পর দুদকের করা লুটকারীদের তালিকায় সাহাব উদ্দিনের নাম শীর্ষভাগে রয়েছে। গোয়েন্দাসহ প্রশাসনের করা অন্যান্য তালিকাতে সাহাব উদ্দিনের নাম শীর্ষভাগে রয়েছে বলে জানা গেছে।

 

 

পাথর লুট ছাড়াও কোয়ারির পার্শ্ববর্তী ভোলাগঞ্জ ১০ নম্বরে সরকারি বিশাল জায়গা দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে সাইট ভাড়ার নামে গত কয়েক বছরে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে সাহাব উদ্দিনের বিরুদ্ধে। এসব বিষয় সামনে রেখে তদন্তকারীরা এগোচ্ছে বলে জানা গেছে।

 

 

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদাপাথর উত্তোলনের ঘটনা ঘটে। গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর দায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৯ বিশেষ গোয়েন্দা তৎপরতা চালায়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

 

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট ৭টি মামলা রয়েছে। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে

Reacties