মহেশখালীর চরে কেন দেখা মিলছে না মহাবিপন্ন চামচঠুঁটো বাটান পাখির

Bình luận · 23 Lượt xem

চামচঠুঁটো বাটান পাখি (বাঁয়ে)ছবি: ওয়াটারকিপার্স বাংলাদেশ
পরিযায়ী পাখিটির নাম চামচঠুঁটো বাটান। ইংরেজিতে ‘স্?

চামচঠুঁটো বাটান পাখি (বাঁয়ে)ছবি: ওয়াটারকিপার্স বাংলাদেশ

পরিযায়ী পাখিটির নাম চামচঠুঁটো বাটান। ইংরেজিতে ‘স্পুন-বিল্ড স্যান্ডপাইপার’। মহাবিপন্ন প্রজাতির এই পাখি পৃথিবীতে মাত্র ৪২০টির মতো টিকে আছে। মূলত রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এই পাখি প্রজনন করে। প্রজননের পর অপেক্ষাকৃত কম শীতের আবাসে পরিযান করে। শীতকালে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই পাখি বাংলাদেশে আসে।

 

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার চরে এই পাখির দেখা মেলে। তবে মানুষের আনাগোনা বাড়ায় ২০১৫ সালের পর থেকে উপজেলার সোনাদিয়া দ্বীপের চরে এই পাখির আর দেখা মেলেনি। তবে উপজেলার হাঁসের চর, তাজিয়াকাটা চর ও কালাদিয়া চরে চামচঠুঁটো বাটানের দেখা মিলছিল। কিন্তু গত দুই বছরে এই তিনটির মধ্যে একটি চরে মাত্র চারটি চামচঠুঁটো বাটান দেখা গেছে। বাকি দুটি চরে দেখা যায়নি।

Bình luận