রাকসু হল‌ সংসদে প্রার্থী সংকট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ জন

Commenti · 10 Visualizzazioni

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল‌ সংসদ নির্বাচনে ৪২ জন‌ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। র??

ছাত্রীদের ছয়টি হলের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ছয়টি ছাত্রী হলের বিভিন্ন পদের মধ্যে ২৬টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। চারটি পদে কোনো প্রার্থী অংশ নেননি। মন্নুজান হলের একটি পদে, জুলাই-৩৬ হলের ৪টি পদে, তাপসী রাবেয়া হলে ৩ পদে, বেগম রোকেয়া হল, রহমতুন্নেসা হল ও খালেদা জিয়া হলে ৬টি করে পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 

 

 

এছাড়া জুলাই-৩৬, বেগম রোকেয়া ও রহমতুন্নেসা হলের কার্যনির্বাহী সদস্য পদে ৪টি করে পদ থাকলেও প্রার্থী হয়েছেন ৩ জন করে। এতে হলগুলোর এই পদে ১টি করে পদ ফাঁকা রয়েছে। এছাড়া খালেদা জিয়া হলের সহ- বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। এছাড়া ছেলেদের বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

 

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. সেতাউর রহমান জানান, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়া হল সংসদ চলবে; অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়।

 

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা সূত্রে জানা যায়, এ বছরের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন। শতাংশের হিসেবে ছাত্রী ভোটার সংখ্যা ৩৯ দশমিক ১১ শতাংশ এবং ছাত্র ভোটার ৬০ দশমিক ৮৯ শতাংশ।

 

রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এই প্রচারণা চলবে ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী প্রার্থীদের কঠোরভাবে মানতে হবে নির্বাচনী আচরণবিধির নিয়ম।

Commenti