ফ্যান্টাসি কিংডমে আনন্দের ফোয়ারা, জিপিএ-৫ সংবর্ধনায় মেতেছে কৃতী শিক্ষার্থীরা আশীষ উর রহমানঢাকা

تبصرے · 4 مناظر

রাস্তাটা ছিল ভয়ংকর। একটু পরপর গর্ত। তার মধ্যে কাদাপানি। অনেক সময় লেগেছে আসতে। আর হয়েছে দুর্ভোগ। তবে ফ্যান্টা

টঙ্গি মোড় থেকে আশুলিয়া হয়ে বাইপাইল পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। সে কারণে নিচের সড়কের অবস্থা হাল দেওয়া ‘ধানখেতের’ মতো। তার ওপর বৃষ্টির পানি জমে আছে মাঝেমধ্যে। সেই পথ পেরিয়ে দিয়ে হাজারো কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভবকেরা আজ মঙ্গলবার সকাল থেকে আসতে শুরু করেন ফ্যান্টাসি কিংডমে। আজ এখানে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের দুই দিনের সংবর্ধনার উৎসব।

تبصرے