অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন

הערות · 14 צפיות

হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ রবা?

অভিনয়ে তার স্বভাবজাত সৌন্দর্য—হালকা সোনালি চুল আর ছেলেমানুষি হাসি—তাকে পর্দায় আদর্শ নায়কে পরিণত করলেও, রেডফোর্ড নিজেকে শুধু গ্ল্যামারের মধ্যে আটকে রাখতে চাননি।

 

তিনি নিজেকে প্রমাণ করেছেন অরাজনৈতিক চরিত্র, অপ্রচলিত গল্প এবং রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তায়। একইসঙ্গে কম বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন সবসময়।

 

তার সবচেয়ে বড় অবদানগুলোর একটি হল সানডান্স ইনস্টিটিউট এবং সানডান্স ফিল্ম ফেস্টিভালের প্রতিষ্ঠা, যা আজও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি।

הערות