ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্স মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান একোস্টারের কাছ থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলারের বিনিময়ে ওয়্যারলেস তরঙ্গ কিনতে চুক্তি করেছে। এই তরঙ্গ ব্যবহার করে স্টারলিংকে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক যুক্তের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। টেলিযোগাযোগ খাতে বড় ধরনের এ বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে স্পেসএক্সের নিজস্ব ফাইভ–জি নেটওয়ার্ক চালুর সম্ভাবনা তৈরি হলো।
جستجو کردن
پست های محبوب