ভারতের 'হাত না মেলানো' নিয়ে বিতর্ক, পাকিস্তানের হারের তিন প্রধান কারণ

コメント · 26 ビュー

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানকে খুব সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করলো ভারত।

ভারতের ৭ উইকেটের এই জয় ছাপিয়ে এখন আলোচনায়, ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদাভের পাকিস্তানের ক্রিকেটারদের সাথে ম্যাচ শুরুর আগে ও শেষে সৌহার্দ্যমূলক হাত মেলানোর সৌজন্যতা না দেখানো নিয়ে।

 

আর এই হাত না মেলানোর ঘটনাকে 'অগ্রহণযোগ্য' বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট দল, যে কারণে ম্যাচ শেষে আনুষ্ঠানিকতায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলি আঘা অংশ নেননি।

 

সব মিলিয়েই মাঠের খেলার চেয়েও চলতি বছরের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার রেশ ছিল এই ম্যাচে।

コメント