এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছয় বিলিয়ন ডলারের মতো।
ঢাকায় সফরে আসা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে গতকাল রোববার বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে বাণিজ্য ঘাটতি কমতে শুরু করায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কমিয়ে ১৫ শতাংশ চায় বাংলাদেশ।
এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে ঢাকায় এখন মার্কিন প্রতিনিধিদল।
তবে সুনির্দিষ্টভাবে পাল্টা শুল্ক ১৫ শতাংশ করার বিষয়ে আলোচনা হয়নি উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করেছি এবং তারা এতে আশ্বস্ত করেছেন।