ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম— ACC in a fix to fight own graft।

Reacties · 7 Uitzichten

এই খবরে বলা হয়েছে,দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বয়ং তার প্রতিষ্ঠানের কর্মীদের দুর্নীতিরোধে চ্যালেঞ্জের সম্মুখ?

যাদের বিরুদ্ধে ঘুষ নেয়া এবং সন্দেহভাজন দুর্নীতিবাজদের কাছ থেকে অণৈতিক সুবিধা নেয়ার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

ঘুষ-অনৈতিক সুবিধা নেয়া, দুর্নীতিতে জড়িয়ে পড়াসহ বিভিন্ন অভিযোগে গত ১৭ বছর নয় মাসে নিজেদের ২৪৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে শাস্তি দিয়েছে দুদক।

 

সম্প্রতি সংস্থাটির কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের নেয়া পদক্ষেপকে স্বাগত জানালেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, শুধু বিভাগীয় পদক্ষেপ নেয়াই যথেষ্ট নয়, তাদেরকে বিচারের জন্য আদালতে সোপর্দ করতে হবে।

Reacties