পত্রিকা: 'সব কৌশল ব্যর্থ, গলার কাঁটা লুটের ১৩৫৩ অস্ত্র'

Bình luận · 12 Lượt xem

সব কৌশল ব্যর্থ, গলার কাঁটা লুটের ১৩৫৩ অস্ত্র— মানবজমিনের প্রথম পাতার শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, লুঠ কর

সরকারি এসব অস্ত্র উদ্ধার না হওয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এসব অস্ত্র লুটের পর হাত বদল হয়ে অপরাধীদের কাছে চলে গেছে।কার কাছে কীভাবে এসব অস্ত্র আছে এবং সেগুলো কীভাবে ব্যবহার হচ্ছে সেই তথ্যও নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।এসব অস্ত্র ব্যবহার করে ইতোমধ্যে খুন-চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে।

 

এর মধ্যে কিছু অভিযানে অপরাধীদের কাছে লুটের অস্ত্র মিলেছে। লুটের অস্ত্র কেনাবেচায় পুলিশেরও সংশ্লিষ্টতা মিলেছে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা এখন বড় চ্যালেঞ্জ। কারণ, এসব অস্ত্র নির্বাচনে ব্যবহার হওয়ার শঙ্কা রয়েছে।

 

এক বছরের বেশি সময় ধরে এসব অস্ত্র উদ্ধার না হওয়া এবং সব কৌশল ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

গত বছর ৫ই অগাস্টের পর ৫ হাজার ৭৫৩টি অস্ত্র লুট হয়। এছাড়া, ৬ লাখ ৫২ হাজার ৮৩২টি গোলাবারুদ নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৪১০টি। এখন পর্যন্ত উদ্ধার হয়নি ১ হাজার ৩৫৩টি।

 

গোলা-বারুদের মধ্যে উদ্ধার হয়েছে তিন লাখ ৯৪ হাজার ৩৪৯টি।

Bình luận