আফগানিস্তানকে হারিয়ে এখন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ

التعليقات · 23 الآراء

একটা করে ডট বল হয়, গ্যালারি থেকে ভেসে আসে মৃদু উল্লাস। উইকেট পড়লে তো কথাই নেই, গর্জে ওঠেন দর্শক। মাঠে তখন অঙ্কের

একটা করে ডট বল হয়, গ্যালারি থেকে ভেসে আসে মৃদু উল্লাস। উইকেট পড়লে তো কথাই নেই, গর্জে ওঠেন দর্শক। মাঠে তখন অঙ্কের খেলা—সমীকরণ মিলছে না, মিলছে আবার!

 

শ্রীলঙ্কার কাছে হেরে ভাগ্যটা তুলে দেওয়া হয়েছিল অন্যদের হাতে। সেটা এখনো বদলানো যায়নি। কিন্তু তাতে ম্যাচ জয়ের স্বস্তি কি এতটুকুও কমে? আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে অন্তত নিজেদের কাজটা তো ঠিকঠাক করে রাখা গেল।

 

এখন হিসাবটা এমন—শ্রীলঙ্কা যদি বৃহস্পতিবার আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশকে আর কোনো অঙ্ক কষতে হবে না। আর যদি আফগানিস্তান জেতে, তাহলে ওদের সেই জয়টা যেন হয় একটু বড় ব্যবধানে—বাংলাদেশের চাওয়া এটাই।

 

 

 

এই অঙ্ক কষার অভ্যাস বাংলাদেশের নতুন নয় যদিও। এই ম্যাচের আগেও তো কত অঙ্ক। আফগানিস্তানের বিপক্ষে কখনো দেশের বাইরে জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাস তাদের। একই প্রতিপক্ষের বিপক্ষে অতৃপ্তির জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। আপাতত সেখান থেকে কিছুটা হলেও তো ফিরে আসা গেছে।

التعليقات