তানজিদ বললেন, ‘সমীকরণের দিকে তাকিয়ে আছি’

نظرات · 12 بازدیدها

অঙ্ক করা শুরু হয়েছে আবার। কী হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ, কে জিতলে কী হবে-মেলানো হচ্ছে সেই সমীকরণ।

বাংলাদেশ, কে জিতলে কী হবে-মেলানো হচ্ছে সেই সমীকরণ। বড় টুর্নামেন্ট এলেই বাংলাদেশের জন্য গল্পটা যেন সব সময় একই। প্রশ্নটা কাল এসেছিল তানজিদ হাসানের সংবাদ সম্মেলনেও। দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনে আসা তানজিদের কাছে নানা প্রশ্নের ভিড়ে জানতে চাইলেন এক সাংবাদিক-বড় টুর্নামেন্ট এলেই কেন বাংলাদেশকে সমীকরণ মেলাতে হয়?

উত্তরে তানজিদ বলেছেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ, ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা যখনই কোনো ম্যাচ খেলতে মাঠে যাই, ১০০ ভাগই দেওয়ার চেষ্টা করি।’

نظرات