দুই বদলির গোলে বিলবাও জয় আর্সেনালের

Mga komento · 13 Mga view

ত্রোসারের উচ্ছ্বাসছবি: এক্স
অ্যাথলেটিক বিলবাও ০–২ আর্সেনাল
এই তো গত ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে রি

অ্যাথলেটিক বিলবাও ০–২ আর্সেনাল

এই তো গত ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ‘কফিনে শেষ পেরেক’ ঠুকে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের বিদায় নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল।

 

ঠিক পাঁচ মাস পর ১৬ সেপ্টেম্বর স্পেনের আরেক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে আবারও আর্সেনালের অন্যতম ত্রাতা মার্তিনেল্লি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বদলি নামার ৩৬ সেকেন্ডের মধ্যে করলেন গোল। মার্তিনেল্লির সেই গোলে বলের জোগান দিলেন আরেক বদলি লিয়ান্দ্রো ত্রোসার। এরপর মার্তিনেল্লির বানিয়ে দেওয়া বলে ত্রোসারও কাঁপালেন জাল।

Mga komento