খাদক কহেন অন্যকে বঞ্চিত করে খেলে বদহজম হয়

Reacties · 14 Uitzichten

▶ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস সামনে। আপনার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। আপনি নাকি নদী, বন, ভূমি-সব দখল করে প্রকৃতি ধ??

▶ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস সামনে। আপনার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। আপনি নাকি নদী, বন, ভূমি-সব দখল করে প্রকৃতি ধ্বংস করছেন?

 

* কে বলে এসব! আমি দখল করে সেগুলো নিজেই দেখভাল করি। মানে নিজেই সংরক্ষণ করি। এটাকেও আপনি প্রকৃতি সংরক্ষণ হিসাবে ধরে নিতে পারেন।

 

▶ বর্ণ পরিচয় শেখার সময় নিশ্চয়ই দ-তে দখল পড়েছিলেন?

 

* না। দ-তে দবির মাঝি পড়েছিলাম। দবির মাঝি আমার বাবার নাম। শৈশব থেকেই তার অনেক দুঃখ-কষ্ট দেখে বড় হয়েছি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, বাবার মতো হলে চলবে না। আমাকে বড় কিছু হতে হবে। বাংলা সিনেমা দেখেননি ‘মাঝির ছেলে ব্যারিস্টার’! মনে করেন আমি মাঝির ছেলে কেউকেটা হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছি। এখন কে না আমাকে সম্মান দিয়ে কথা বলে!

 

▶ সফলতার সঙ্গে দখলবাজি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোনো সরকারও আপনাদের মতো এতটা টেকসই নয়। এমন অসম্ভবকে কীভাবে সম্ভব করেন?

 

* আমরা সবাইকে দিয়ে-থুয়ে খাওয়ার সুঅভ্যাস গড়ে তুলেছি। অন্যজনকে বঞ্চিত করে খেলে বদহজম হয়। সেই বৈষম্য থেকে বেরিয়ে এসেছি। মনে করেন, আপনি আমার কাছে এলেন কারও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে দেওয়ার জন্য। তখন আমার প্রথম কাজ হবে আপনার এলাকার স্থানীয় মাস্তানদের খুঁজে বের করা। তাদের ম্যানেজ করা। তাদের ন্যায্য বখরাটুকু হাতে তুলে দিই। তারা কিছু দেখেও দেখে না। উলটা থানা-পুলিশ সামলাতে ভূমিকা রাখে।

 

▶ কোন ধরনের দখলে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

 

* অবশ্যই বাসা-বাড়ি দখলের ক্ষেত্রে। মনে করেন মাসে মাসে ভাড়া দেব বলে কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। তারপর ভাড়া দেওয়ার সময় এলে বাড়িওয়ালার কাছে খবরটা পাঠিয়ে দিলাম- প্রাণে বাঁচতে চাইলে সময়মতো চাঁদার টাকাটা দিয়ে যাস! প্রয়োজনে তুই অন্য কোনো বাড়িতে গিয়েও থাকতে পারিস। ব্যাপারটা খুব থ্রিলিং। বলে বোঝানো যাবে না।

 

▶ আপনার দখলবাজির হাতেখড়ি কীভাবে?

 

* লোকাল বাসে যখন চড়তাম, সিটে বসে-থাকা লোকদের বলতাম-আমি অসুস্থ, যদি একটু বসতে দিতেন...। আবার জানালার পাশের সিটে বসতে চাইলে সেখানে আসন গেঁড়ে থাকা ব্যক্তিকে বলতাম- আমার বমি হয়। যদি একটু...। এভাবেই একটু একটু করে অগ্রসর হয়েছি। মা বলতেন, আমি নাকি ছোটবেলা থেকেই এমন। কোলে চড়লে সহজে নামতে চাইতাম না।

 

▶ বাংলাদেশে দখলবাজির ভবিষ্যৎ কী?

 

* অতি উজ্জ্বল। এদেশের মানুষ কম-বেশি প্রায় সবাই দখলবাজ। খেয়াল করলে দেখবেন, কোনো কোনো শিশু নিজের খেলনাপাতি অন্যদের ধরতে দিতে চায় না। আবার আপনার প্রেমিকার সঙ্গে যদি আমি দরকারি কোনো কথাও বলতে যাই, মনে মনে ঈর্ষান্বিত হবেন। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। সব মানুষেরই ব্যক্তিস্বাধীনতা আছে। এই যেমন দখলবাজ হিসাবে কাগজে আমার ছবি ছাপা হলে কিন্তু আপনার মনে জ্বলুনি ধরবে। মানে হচ্ছে, আমার সাফল্য আপনি নিতে পারছেন না। সবাই আমরা অন্যের স্থানটা দখল করতে চাই। অথচ নিজে যোগ্যতা অর্জনের চেষ্টা করি না।

 

▶ শীর্ষ একজন দখলবাজ হিসাবে আপনার

 

স্বপ্ন কী?

 

* দখল-সাম্রাজ্যের মাফিয়া হতে চাই। চুনোপুঁটি থেকে লাভ নেই। লোকজন সম্মান দিয়ে কথা বললেও সর্বোচ্চ সম্মানটুকু দিতে চায় না। আমি বিচ্ছিন্নভাবে কিছু ঘের দখল করেছি, পাহাড় দখল করেছি, মার্কেট দখল করেছি, কয়েকজন সুন্দরীকেও দখলে নিয়েছি। কিন্তু তৃপ্ত হতে পারিনি। আমাকে আরও বড় দখলদার হতে হবে। অতৃপ্তি ঘুমাতে দেয় না। যেদিন দেশের সেরা দখলদার হতে পারব, পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমার বড় ছবি ছাপা হবে-সেদিনই নিজেকে শতভাগ সফল মনে করব।

 

▶ দখলদারি জীবনে বড় কোনো অপূর্ণতা আছে আপনার?

 

* বাতাস... মানে অক্সিজেন দখল করতে পারি না, এটা আমার বড় আফসোস। এটা করতে পারলে দখলদার হিসাবে আমি আরও এগিয়ে থাকতাম। মনে করেন একদিন অভিজাত এলাকার সব বাতাস আমি বস্তাবন্দি করে রেখে দিলাম। লোকজন যখন অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করত আমি বলতাম-মুক্তিপণ... না বাতাস-পণ পাঠাও জলদি। বাতাস ছাড়ার ব্যবস্থা করছি। গবেষণা চালিয়ে যাচ্ছি, একদিন কোনো একটা উপায় নিশ্চয়ই আবিষ্কার করতে পারব। তখন বাতাসের ওপরে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

 

▶ দখলদার না হলে কী হতেন?

 

* দখলদার না হয়ে আমার কোনো উপায় ছিল না। বাবার মতো ওই ম্যান্দামারা কাজ করতে পারতাম না। আপনার মতো কাচুমাচু ভঙ্গিতে কারও সাক্ষাৎকার নেওয়াও আমার পক্ষে সম্ভব হতো না। যেটা পারি, পেশিশক্তি ও অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ রাখতে। কৌশলে কার্যসিদ্ধি করতে। এটাই আমার জন্য সম্মানের কাজ। স্বপ্ন দেখি, পৃথিবীর সবকিছু একদিন আমি একাই দখলে নেব।

Reacties