চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী শাহ আলমকে প্রকাশ্যে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে আধুনগর বাজার প্রদক্ষিণ করে ফার্নিচার মার্কেটের সামনে শেষ হয়। ব্যবসায়ী, রাজনীতিবিদ জনপ্রতিনিধি, ছাত্রসমাজ ও এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।