ইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন

Comentários · 23 Visualizações

স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উরতাসুন বলেছেন, ইসরাইলকে বাদ না দিলে তার দেশ ২০২৬ ইউরোভিশনে অংশ নেবে না। সম

স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উরতাসুন বলেছেন, ইসরাইলকে বাদ না দিলে তার দেশ ২০২৬ ইউরোভিশনে অংশ নেবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

 

উরতাসুন বলেন, ‘আমরা আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ইসরাইলের অংশগ্রহণকে স্বাভাবিকভাবে নিতে পারব না। ইউরোভিশন বা ভুয়েলটা আ এস্পানার মতো ইভেন্টগুলো দেশের একটি বিশেষ প্রতিনিধিত্ব নিয়ে আসে। ইউরোভিশন কোনো একক শিল্পীর অংশগ্রহণ নয়, বরং সেই দেশের নাগরিকদের পক্ষে অংশগ্রহণকারী একজন ব্যক্তি।’

 

উরতাসুন স্মরণ করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোভীষণ আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নকে (ইবিইউ) আহ্বান জানিয়েছেন যেন ইসরাইলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি না দেওয়া হয়।

Comentários