যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

Bình luận · 3 Lượt xem

যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের
বর্তমানে যুক্তরাজ্যে মাইক্রোসফটের ৬ হাজার কর্?

যুক্তরাজ্যে আগামী চার বছরে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুক্তরাজ্য সফরের প্রাক্কালে এই ঘোষণা এসেছে।

 

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আজ আমরা যুক্তরাজ্যে চার বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছি, যার মধ্যে দেশের বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।’

 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগের অর্ধেক অর্থাৎ ১৫ বিলিয়ন ডলার ব্যয় করা হবে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণে। এর আওতায় গবেষণা ও বাণিজ্যিক উভয় খাতের কার্যক্রমে সহায়তা দেওয়া হবে।

 

রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার কান্ট্রি রেসিডেন্সে বৈঠক করবেন। বৈঠকে একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সফরকালে আলোচনার মধ্য দিয়ে উচ্চপ্রোফাইল চুক্তি সম্পাদনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা যুক্তরাজ্য সরকার আশা করছে, এসব চুক্তি প্রবৃদ্ধি ও প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াতে সহায়ক হবে।

Bình luận