প্রধানমন্ত্রীর পদত্যাগ, পার্লামেন্ট ও নেতাদের বাড়িতে আগুন - নেপালে জেন জি বিক্ষোভ ঘিরে যা ঘটেছে

Yorumlar · 14 Görüntüler

নেপালে জেন জিদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্??

মঙ্গলবার রাতেও নেপালের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

ভক্তপুরের বালাকোটে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সাবেক প্রধানমন্ত্রী পুস্প কমল দাহালের বাড়িতেও পেট্রোল বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা।

 

তারা পার্লামেন্টের ভবনের পাশাপাশি নেপালের মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত সিংহ দরবারে ঢুকে সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।কাঠমান্ডুর বাইরে বিক্ষোভ ছড়িয়েছে নেপালের পোখরাসহ বিভিন্ন শহরে। এই সময় পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে নেপালে।

 

এর আগে, সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পাশাপাশি দুর্নীতি মোকাবিলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন হাজার হাজার তরুণ-তরুণী।

 

তারা সোমবার রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে জোর করে প্রবেশ করার চেষ্টা চালায় এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

 

নেপালের ত্রিভুব আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

 

নেপালের সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি অব্যাহত থাকলে তারা নিয়ন্ত্রণ নিতে বাধ্য হবে।

 

প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করলেও পরবর্তীতে কে দায়িত্ব নেবেন বা এরপরে কী ঘটবে, সেটা এখনো পরিষ্কার নয়।

Yorumlar