ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান, বিবিসিকে বললেন নেপালি প্রধানমন্ত্রী

Yorumlar · 15 Görüntüler

নেপালের অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি দায়িত্ব নেওয়ার পরে প্রথম সাক্ষাতকারটি দিয়েছেন বিবিসি ন??

সুশীলা কারকি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে গণমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাতকারে বিবিসি তার কাছে জানতে চেয়েছিলেন:

 

নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ২০২৬ এর পাঁচই মার্চ। সময়মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আপনাকে?

 

সুশীলা কারকির জবাব ছিল:"আমি তো বলেইছি যে আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। আগামী কয়েক দিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে তাদের। একটা পুরনো ভোটার তালিকা আছে তাদের, কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ছয় মাসে সেটা করা সম্ভব। যেদিন আমি ক্ষমতা হস্তান্তর করে দেব, সেদিন থেকে আমি মুক্ত।"

Yorumlar