আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ প্রথম আলোকে বলেন, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পৃথক দুটি ধারায় আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামি পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
לחפש
פוסטים פופולריים