কক্সবাজারে পাকস্থলীতে ইয়াবা নিয়ে বিমানে ওঠেন রাজু, ঢাকায় এসে ধরা

Commenti · 20 Visualizzazioni

কক্সবাজারে পাকস্থলীতে ইয়াবা নিয়ে বিমানে ওঠেন রাজু, ঢাকায় এসে ধরা

কক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানি সূত্রধর এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ বিএস-১৪২ ফ্লাইটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিমানবন্দরে আসেন রাজু মোল্লা। পরে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বলাকা ভবনসংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করেছেন। পরে বিমানবন্দরে চিকিৎসক এক্স-রে করে তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান পান।

Commenti