টেকনাফে শতবর্ষী গাছে কুড়ালের কোপ, জনমনে ক্ষোভ

Комментарии · 12 Просмотры

কক্সবাজারের-টেকনাফ হাইওয়ে সড়কের পাশে অবস্থিত শত বছরের পুরোনো একটি বটগাছ কাটার চেষ্টার ঘটনায় স্থানীদের মাঝে ?

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে হাইওয়ে সড়ক টেকনাফের হোয়াইক্যং খারাংখালি বাজারের অবস্থিত গাছটি কাটছে দেখা গেছে।

 

স্থানীয়রা জানান, খারাংখালি বাজারের শত বছরের পুরনো একটি মাত্র বটগাছ দিনে-দুপুরে প্রকাশ্যে কাটতে দেখা যায়। এতে গাছের শেকড় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেটে ফেলা হয়েছে ডালপালা। অথচ বাজারের মাছ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি বিক্রেতারা এই গাছের ছায়াতলে বসে বেচাকেনা করে থাকেন। গাড়ি নিয়ে দূর দূরান্তে চলাচলকারী পথচারীরা অপেক্ষার প্রয়োজনে গাছটির ছায়ায় দাঁড়ান। এক কথায় প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচতে গাছটির ছায়ায় বসে স্থানীয় বাজারসহ আশপাশের মানুষ। তাই গাছটি কাটার খবরে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

 

হোয়াইক্যং খারাংখালির বাসিন্দা নুরুল আলম বলেন, এই বটগাছটি আমাদের খারাংখালি বাজারের ঐতিহ্য। একটি স্বার্থান্বেষী মহল তারা নিজেদের ফায়দা হাসিলের জন্য শত বছরের ঐতিহ্যবাহী পুরোনো বটগাছটি কেটে ফেলার চেষ্টা করছে।

ডালপালা কেটে ফেলায় স্থানীদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

 

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর আসে বৃহস্পতিবার সকালের দিকে হোয়াইক্যং খারাংখালি বাজারের অবস্থিত শত বছরের পুরনো একটি বটগাছ কে বা কারা কেটে ফেলছে। বিষয়টি জানার পরে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। যারা এই গাছটি কাটার চেষ্টা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Комментарии