বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের সুখবর

Bình luận · 19 Lượt xem

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিস

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছাড়িয়েছে ২৬ বিলিয়ন ডলার।

 

Advertisement

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

 

 

আরও পড়ুন

একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলার, যা এর আগে ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ২৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার, যা আগে ছিল ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

 

এর আগে গত ৪ সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে আসে। একই সময়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৫ দশমিক ৪০ বিলিয়ন (বিপিএম৬) ডলার।

Bình luận