বাংলাদেশের কারাগারে পুশ-ইন হওয়া গর্ভবতী ভারতীয় নারী, সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা

注释 · 8 意见

পুশ-ব্যাক হওয়ার পরে বাংলাদেশের জেলে বন্দি এক ভারতীয় গর্ভবতী নারীর অনাগত সন্তানের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আশঙ্?

ওই নারী প্রায় আট মাসের গর্ভবতী বলে জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন।

 

তিনি এখন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কারাগারে আটক রয়েছেন।

 

সোনালি খাতুন নামের ওই নারীর সন্তান যদি বাংলাদেশে ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সদ্যজাত শিশুর নাগরিকত্ব কী হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ওই সংগঠনটি।মি. খাতুন সহ মোট ছয়জনকে একসঙ্গে দিল্লি থেকে আটক করে 'বাংলাদেশি' বলে সীমান্ত দিয়ে পুশ আউট করে দেওয়া হয়েছিল।যদিও পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ একাধিক নথি যোগাড় করে দিল্লি পুলিশের কাছে পাঠিয়েছিল, যাতে দেখা গিয়েছিল যে সোনালি খাতুন সহ ছয়জনই ভারতের বাসিন্দা।

 

এদিকে সোনালি খাতুনের বাড়িতে দুদিন আগে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সামিরুল ইসলাম। তিনি পরিবারকে আশ্বাস দিয়েছেন যে তাদের মেয়েকে ফিরিয়ে আনা হবেই।

注释