কন্যাসন্তানকে জ্যান্ত পুঁতে দেওয়া হলো ভারতে

التعليقات · 19 الآراء

সদ্যোজাত কন্যাসন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সম্প্রতি উত্তরপ্রদেশে

সদ্যোজাত কন্যাসন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সম্প্রতি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি গ্রাম থেকে ওই সদ্যোজাতকে মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। বর্তমানে নবজাতক কন্যাশিশুটিকে হাসপাতালে রাখা হয়েছে। ওই শিশুর আনুমানিক বয়স ১৫ দিন। 

একটি সূত্র জানায়, গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শাহজাহানপুরের গোদাপুর গ্রামে এক বাসিন্দার নজরে পড়ে বিষয়টি। একটি মাঠের মধ্যে অল্প কিছুটা মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল শিশুটিকে। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান ওই ব্যক্তি। তখন তার নজর যায় মাঠের দিকে। তিনি দেখেন— মাঠের মধ্যে কিছু ছোট ছোট গাছের কাছে এক শিশুর হাত মাটি থেকে বেরিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকে উদ্ধার করে।

শাহজাহানপুরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, শিশুটিকে যখন উদ্ধার করা হয়, তখনো সে 

নিঃশ্বাস নিচ্ছিল। উদ্ধারের পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে অন্য একটি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। 

জেলা পুলিশ সুপার বলেন, শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি। রাজ্য শিশু সহায়তাকে এ বিষয়ে জানানো হয়েছে। তবে কে বা কারা ওই শিশুকে জীবিত পুঁতে দিয়ে গেছে, তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। 

এদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, রোববার বিকালে ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ওই শিশুর চিকিৎসার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, ভারতে এমন ঘটনা এবারই প্রথম নয়। লিঙ্গবৈষম্যের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ দেশগুলোর মধ্যে ভারত একটি। ভারতের নারীরা সারাজীবন সামাজিক বৈষম্যের শিকার হয়ে আসছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর কন্যাশিশুকে আর্থিক বোঝা হিসেবে দেখে আসছে।

আর ছেলেসন্তানের পক্ষপাতের কারণে ভারতে বছরের পর বছর ধরে লাখ লাখ কন্যাভ্রূণ হত্যা এবং শিশুমৃত্যুর ঘটনা ঘটে আসছে। 

التعليقات