কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প

Reacties · 18 Uitzichten

টিভি নেটওয়ার্ক এবিসির উপস্থাপক জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক শ??

টিভি নেটওয়ার্ক এবিসির উপস্থাপক জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে মত প্রকাশ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত। 

ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য সমালোচিত হওয়ার পর ডিজনির মালিকানাধীন এবিসি বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমেডিয়ান কিমেলের অনুষ্ঠান জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়।

সোমবারের (১৫ সেপ্টেম্বর) সম্প্রচারে কিমেল ইঙ্গিত দেন, কার্কের সন্দেহভাজন হত্যাকারী 'মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) রিপাবলিকান' হতে পারেন। তবে ইউটাহ কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত সন্দেহভাজন বন্দুকধারী টাইলার রবিনসন ছিলেন 'বামপন্থি মতাদর্শে দীক্ষিত।' 

কিমেলের মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। এরপরই এবিসি অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে বিবিসি জানিয়েছে।

রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাজ্য থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কোথাও পড়েছি, টিভি নেটওয়ার্কগুলোর ৯৭ শতাংশ আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে। তারপরও আমি গত নির্বাচনে সহজেই জয়ী হয়েছি। তারা কেবল নেতিবাচক প্রচারণা চালায়। অথচ লাইসেন্স পাচ্ছে। আমার মনে হয়, তাদের লাইসেন্স হয়তো বাতিল করা উচিত।

Reacties