সিলেটে এসএ পরিবহণের অফিসে তালা, স্টাফরা উধাও

Comentarios · 12 Puntos de vista

সিলেটে এসএ পরিবহণের অফিসে তালা ঝুলছে, স্টাফরা উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালানের পণ্য পরিবহ??

সিলেটে এসএ পরিবহণের অফিসে তালা ঝুলছে, স্টাফরা উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালানের পণ্য পরিবহণের গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসএ পরিবহণ পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছিল বলে বিজিবির অভিযোগ। 

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নগরীর নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে। 

গত বুধবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স সিলেট মহানগরের নাইওরপুলের এসএ পরিবহণ কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে অবৈধ মালামাল জব্দ করে এবং অফিসের সব স্টাফকে আটক করে নিয়ে যায়। 

তবে অভিযানের বিষয়ে টাস্কফোর্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে কোনো তথ্য দেওয়া হয়নি। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

অন্যদিকে ১৭ সেপ্টেম্বর থেকে এসএ পরিবহণ নাইওরপুল শাখা তালাবদ্ধ থাকায় এবং সাইনবোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগের চেষ্টা করলেও ফোন না ধরায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পুরো ঘটনাকে ঘিরে স্থানীয় পর্যায়ে তীব্র আলোচনা ও প্রশ্নের ঝড় উঠেছে। প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

Comentarios