রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত, আহত ১

코멘트 · 18 견해

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট সড়ক এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হ??

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট সড়ক এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মনির হোসেন (২৭) নামের আরেকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

Advertisement

নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। 

অন্যদিকে আহত মনিরের বাড়ি খিলক্ষেতের ডুমনি এলাকায়। তার বাবার নাম সুলতান মাতুব্বর। মনির পেশায় স্যানিটারি মিস্ত্রি।

 

 

আহত মনিরের ভগ্নিপতি কামাল মাস্টার জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কাজ শেষে সহকর্মীর সঙ্গে বাইসাইকেলে বাসায় ফিরছিলেন মনির। পথে মস্তুল এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা যুবককে মৃত ঘোষণা করেন। আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা আশঙ্কাজনক। 

খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে এক যুবকের লাশ দেখি। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত মনিরকে প্রাথমিক চিকিৎসার পর ঢামেকে পাঠানো হয়েছে। 

코멘트