রাজধানীর হাতিরঝিলে হাফ ম্যারাথনের আয়োজন করেছিল ‘অ্যাকটিভ পালস বাংলাদেশ’। ১৯ সেপ্টেম্বর ভোরের এই দৌড় উৎসবে হাজারো দৌড়বিদ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যেই ফিলিস্তিনের পতাকা হাতে দৃষ্টি কাড়েন অভিনেতা তৌসিফ মাহবুব।
Procurar
popularne posty