ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

commentaires · 57 Vues

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্র??

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জন মানুষকে রাতের খাবার বিতরণ করা হয়েছে।

আজ রাতে কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম-এর উপস্থিতিতে এসব ত্রাণসামগ্রী (ডিম ভুনাসহ সবজি, ডাল, খিচুড়ি এবং সীমান্ত পানি) বিতরণ করা হয়।

এ সময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, ওসি-পরশুরাম থানা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফেনীর দুই উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে বাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করায় আশপাশের এলাকাগুলো প্লাবিত হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

commentaires