টানা চতুর্থবারের মতো ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা পেল বসুন্ধরা এলপি গ্যাস

Mga komento · 10 Mga view

দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বিশ্বাসযোগ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা

দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বিশ্বাসযোগ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড (বিএলপিজিএল) টানা চতুর্থবারের মতো সম্মানজনক ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ অর্জন করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে এ সম্মাননা প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম (সেলস) মো. আতাউর রহমান, এজিএম (সেলস) নূর কুতুব উল আলম ও ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ।

বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রেদোয়ানুর রহমান এ অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের অবিচল আস্থা ও সহযোগিতার কারণেই বসুন্ধরা এলপি গ্যাস বারবার এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে।

‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়।

সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর এ অর্জনকে বসুন্ধরা এলপি গ্যাসের সব কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের জন্য উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, সুপারব্র্যান্ডস পুরস্কারের পাশাপাশি বসুন্ধরা এলপি গ্যাস টানা পাঁচ বছর ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে, যা দেশের এলপিজি খাতে তাদের নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বকে আরও সুদৃঢ় করেছে।

Mga komento