দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মালয়ালম তারকা মোহনলাল। এমনটা জানিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক টুইটে জানিয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, শ্রী আর. মোহনলালকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে।
সেখানে আরো বলা হয়, মোহনলালের অসাধারণ অভিনয় যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতীয় চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। তার বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি সোনালি আদর্শ স্থাপন করেছে।
খবরটি প্রকাশ্যে আসার পরই মোহনলালকে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, মোহনলাল প্রতিভা ও বহুমুখিতার প্রতীক। মালয়ালম চলচ্চিত্র ও মঞ্চের অগ্রণী মুখ। পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি সিনেমাতেও তার স্মরণীয় অবদানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে।
জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনুষ্ঠানে অভিনেতার হাতে এই সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি।
চার দশকের ক্যারিয়ারে ৪০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মোহনলাল। প্রধানত মালয়ালম চলচ্চিত্রে কাজ করলেও তামিল, হিন্দি, তেলেগু এবং কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন এই দক্ষিণি সুপারস্টার।
ইতোমধ্যেই পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন মোহনলাল। দুটি সেরা অভিনেতা, একটি বিশেষ জুরি উল্লেখ এবং অভিনয়ের জন্য একটি বিশেষ জুরি পুরস্কার ও সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি অ্যাওয়ার্ড।
এছাড়া ভারত সরকার তাকে ২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে।