বানিয়াচংয়ে নন্দীপাড়া ছাত্র কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

Mga komento · 15 Mga view

বানিয়াচংয়ে নন্দীপাড়া ছাত্র কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে শিক্ষার্থীদের ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে “নন্দীপাড়া ছাত্র কল্যাণ পরিষদ” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ২০ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

 

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আরিফুর রহমান এবং সহ-সভাপতি হিসেবে মো. নাকিবুর রহমান। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. ইজাজুল হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোহান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, অর্থ সম্পাদক সায়েম আহমেদ, প্রচার সম্পাদক ফারদিন আহমেদ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম আহমেদ।

 

নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সচেতনতা সৃষ্টি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নন্দীপাড়াকে শিক্ষা ও সংস্কৃতির আলোকিত অঞ্চলে পরিণত করার লক্ষ্যে কাজ করবে।

 

উল্লেখ্য, সংগঠনটি ইতোমধ্যেই স্থানীয় তরুণ সমাজের মাঝে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে।

 

Mga komento