চেলসিকে হারিয়ে ‘লাইফ লাইন’ পেলেন আমোরিম

Komentari · 25 Pogledi

রুবেন আমোরিমের চাকরি থাকবে কি না, এ নিয়ে আলোচনা চলছিল গত কিছুদিন ধরে। সেই আলোচনা একেবারে থেমে যাবে, এটা নিশ্চি??

ইউনাইটেডের দুই গোলদাতা, কাসেমিরো ও ফার্নান্দেজএএফপি

ইউনাইটেড ২: ১ চেলসি

রুবেন আমোরিমের চাকরি থাকবে কি না, এ নিয়ে আলোচনা চলছিল গত কিছুদিন ধরে। সেই আলোচনা একেবারে থেমে যাবে, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আজকের পর আমোরিম অন্তত একটা লাইফ লাইন পেলেন। প্রিমিয়ার লিগে যে আজ চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড।

 

 

 

আরও পড়ুন

পাঁচ ম্যাচে পাঁচ জয়, লিভারপুল এবার যেন অপ্রতিরোধ্য

১২ ঘণ্টা আগে

পাঁচ ম্যাচে পাঁচ জয়, লিভারপুল এবার যেন অপ্রতিরোধ্য

ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। এর একটু পরেই ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শততম গোলটা করেন ব্রুনো ফার্নান্দেজ। এটি আবার তাঁর ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচও। কাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন ৩৭ মিনিটে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনিও ছিটকে যান মাঠ থেকে। শেষ দিকে ট্রেভো চালোবাহর গোল চেলসিকে কিছুটা আশা দেখায়। তবে আর কোনো বিপদ হতে দেয়নি ইউনাইটেড। এবারের লিগে পঞ্চম ম্যাচে এটা ইউনাইটেডের মাত্র দ্বিতীয় জয়।

Komentari