ক্রিকেট উইকেট শিকারে সাকিবের পাশে মোস্তাফিজ

Komentari · 10 Pogledi

ম্যাচে এটি ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এ দিকে উনিশ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গারও

ম্যাচে এটি ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এ দিকে উনিশ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গারও দেখেশুনে খেলার কারণ ছিল না। খেলেনওনি। বড় শট খেলতে গিয়েই বল তুলে দিলেন আকাশে। লং-অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ।

 

মোস্তাফিজ পেলেন তৃতীয় উইকেট। সেই সঙ্গে বসে গেলেন সাকিব আল হাসানের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক অনেক দিন ধরেই সাকিব। আজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের ৩ উইকেট নিয়ে মোস্তাফিজ তাঁর রেকর্ডে ভাগ বসালেন। দুজনের উইকেটই ১৪৯টি।

Komentari