অবশেষে রেকর্ডটা নিজের দখলে নিলেন লিটন

コメント · 14 ビュー

ইতিহাসই গড়ে ফেললেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিনি বা

লিটন ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে পেছনে ফেলেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। লিটনের ঝুলিতে এখন ১১৪ ম্যাচে ২৫৫৬ রান, যেখানে রয়েছে ১৫টি ফিফটি। তার স্ট্রাইক রেট ১২৬.৫৯। সাকিবের সংগ্রহ ছিল ১২৯ ম্যাচে ২৫৫১ রান, স্ট্রাইক রেট ১২১.১৮ এবং ১৩টি অর্ধশতক।

 

Advertisement

 

বাংলাদেশের টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন লিটন দাসের। এরপর আছেন সাকিব আল হাসান (২৫৫১), মাহমুদউল্লাহ (২৪৪৪), তামিম ইকবাল (১৭০১) এবং মুশফিকুর রহিম (১৫০০)।

 

লিটনকে এই মাইলফলক হাতছানি দিয়ে ডাকছিল এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই। প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেই চলে এসেছিলেন রেকর্ড থেকে ৫৬ রানের দূরত্বে। 

 

তবে সে পথটা পাড়ি দিতে তাকে তিন ম্যাচ খেলতে হলো। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে আউট হয়েছিলেন ২৮ রানে। এরপর আফগানিস্তান ম্যাচে করতে পেরেছিলেন মোটে ৯ রান।

 

গতকাল যখন মাঠে এলেন, রেকর্ডের সঙ্গে তার দূরত্বটা ছিল ১৮ রানের। গত রাতে পাওয়ারপ্লের শেষ ওভারে দুশ্মন্থ চামিরার বলে চার মেরে সে রানে পৌঁছে যান লিটন। সঙ্গে সঙ্গে রেকর্ডটা এসে লুটিয়ে পড়ে তার পায়ে। 

 

তবে বিশ্বরেকর্ডটা ভাঙতে হলে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে লিটনকে। এই তালিকার ১৮তম স্থানে আছেন লিটন। আর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটা রোহিত শর্মার দখলে। ৪২৩১ রান নিয়ে অবসরে গেছেন তিনি। সে রেকর্ডটা ভাঙতে হলে আরও ১৬৭৫ রান করতে হবে লিটনকে।

コメント