ফাইনালের ‘কাছাকাছি’ বাংলাদেশ, সাইফ তাগিদ দিলেন আরও বড় স্বপ্ন দেখতে

Reacties · 10 Uitzichten

শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে হারিয়েছে বাংলাদেশ। এই এক জয়ই বাংলাদেশকে ফাইনালের পথে এগিয়ে দিয়েছে এক ধাপ। ?

Logo

ই-পেপার 

সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি

খেলা

 

ফাইনালের ‘কাছাকাছি’ বাংলাদেশ, সাইফ তাগিদ দিলেন আরও বড় স্বপ্ন দেখতে

Icon ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম

 

Shares

facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonmessenger sharing buttonprint sharing buttoncopy sharing button

ফাইনালের ‘কাছাকাছি’ বাংলাদেশ, সাইফ তাগিদ দিলেন আরও বড় স্বপ্ন দেখতে

ফলো করুন

 

 যুগান্তর হোয়াটসঅ্যাপ

 

 যুগান্তর মেসেঞ্জার

 

শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে হারিয়েছে বাংলাদেশ। এই এক জয়ই বাংলাদেশকে ফাইনালের পথে এগিয়ে দিয়েছে এক ধাপ। বাংলাদেশ দল সে স্বপ্ন তো দেখছেই, এবার স্বপ্নের পরিধিটা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন জয়ের নায়ক সাইফ হাসান।

 

তবে এই জয়টা মোটেও সহজে আসেনি। ১৬৯ রান বাংলাদেশ প্রতিদিন তাড়া করতে পারে না। এরপর যখন শুরুতে উইকেট চলে যায়, তখন কাজটা আরও কঠিনই হয়ে পড়ে। তখন কী পরিকল্পনা ছিল দলের? সাইফ জানান, উইকেট হারানোর পর দলকে রক্ষণাত্মক না হয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনাই দলকে এগিয়ে দিয়েছিল।

 

সাইফ বলেন, ‘শুরুর পরিকল্পনা ছিল পরিষ্কার, উইকেট পড়লেও যেন খোলসে ঢুকে না যাই। আমরা ঠিক করেছিলাম পাল্টা আক্রমণ চালাব। লিটন দার (লিটন দাস) সঙ্গে আমার যোগাযোগ খুব ভালো ছিল। উনি বুঝতে পারছিলেন সামনে কী আসছে, আর এতে আমাকে অনেক সাহায্য করেছে।’

 

তার মা শ্রীলঙ্কান হলেও প্রতিপক্ষ নিয়ে বাড়তি আবেগ নেই বলে জানান তিনি। বরং নিজের ইনিংসকে ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন। সাইফ বলেন, ‘ওরকম কিছু না,’ বলে হেসে যোগ করেন, ‘তবে আজকের ইনিংস অবশ্যই বিশেষ ছিল। দলের জন্য অবদান রাখতে পেরেছি। আশা করি সামনে আরও ভালো করতে পারব।’

 

সুপার ফোরে এখনও দুটি ম্যাচ বাকি—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ আগেই ঘোষণা করেছিল তাদের লক্ষ্য ফাইনাল খেলা। সাইফ এখন বিশ্বাস করেন, সেই স্বপ্ন বাস্তবায়নের খুব কাছে তারা।

 

তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। এখানে আসার আগে সবাই বিশ্বাস করেছিল আমরা ফাইনাল খেলব। আমরা এখন এক ধাপ কাছাকাছি। এখনও দুই ম্যাচ বাকি। আমাদের পরের মনোযোগ কেবল ভারতের বিপক্ষে ম্যাচ।’

 

শেষে যোগ করেন তার উচ্চাকাঙ্ক্ষার কথা, ‘অবশ্যই স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। তবে ধাপে ধাপে এগোতে হবে। আমাদের পরের লক্ষ্য পুরোপুরি ভারতের বিপক্ষে ম্যাচ। এরপরের ম্যাচ নিয়ে আমরা পরে ভাবব।’

Reacties